#prem Tumi By Angry Birds Tahsan আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল, আড়ালে সব লুকানো…. সেই গল্পেরা সব রঙীন হলো পলকে, তোমাকে হঠাৎ পেয়ে যেন…
#prem Tumi By Angry Birds Tahsan
আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল,
আড়ালে সব লুকানো….
সেই গল্পেরা সব রঙীন হলো পলকে,
তোমাকে হঠাৎ পেয়ে যেন…
আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল,
আড়ালে সব লুকানো….
সেই গল্পেরা সব রঙীন হলো পলকে,
তোমাকে হঠাৎ পেয়ে যেন…
প্রেম তুমি আসবে এভাবে,
আবার হাড়িয়ে যাকে ভাবিনি..
আজও আছে সে পথ শুধু নেই তুমি,
বলবো কোথায় আছো অভিমানী…
আবার হাড়িয়ে যাকে ভাবিনি..
আজও আছে সে পথ শুধু নেই তুমি,
বলবো কোথায় আছো অভিমানী…
সব থেকেও কি যেন নেই,
তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষনে,
আমার ভাললাগা গুলো সব,
তোমায় ভেবে সাজে রোজ রোজ এই মনে..
তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষনে,
আমার ভাললাগা গুলো সব,
তোমায় ভেবে সাজে রোজ রোজ এই মনে..
চেয়ে থাকা দূর বহুদূর,
যে পথে আজো রয়ে গেছ স্মুতির পাতায়,
এসো না একটি বার,
স্বপ্ন যত সাজাতে আবার শুনছো কি আমায় ।।
যে পথে আজো রয়ে গেছ স্মুতির পাতায়,
এসো না একটি বার,
স্বপ্ন যত সাজাতে আবার শুনছো কি আমায় ।।
No comments