ses dekai haat dhore যদি শেষ দেখায় এই হাত ধরে ওই চোখ জলে ভরে যদি বাঁচতে ইচ্ছে হয় আরো কিছুক্ষন তবে রেখ না অভিমান মনে অকারন মমতা যদি বা গড়ে ওঠে যদি চেনা টানে মন ছোটে তবে দাও গেঁথে এ বেলায় অদেখা বাধন ছুঁয়ে যাওয়ার ই অনুরোধে করো না বারন

ses dekai haat dhore
যদি শেষ দেখায় এই হাত ধরে
ওই চোখ জলে ভরে
যদি বাঁচতে ইচ্ছে হয় আরো কিছুক্ষন
তবে রেখ না অভিমান মনে অকারন
মমতা যদি বা গড়ে ওঠে
যদি চেনা টানে মন ছোটে
তবে দাও গেঁথে এ বেলায় অদেখা বাধন
ছুঁয়ে যাওয়ার ই অনুরোধে করো না বারন
এনেছি তোমার অনেক শখের সেই মিষ্টি উপহার
আঙুলের ছোট ছোট আদরে নাওনা শেষবার
কাজলের দীঘি ছুঁয়েই বুঝি এত মায়ার কারন
বুঝলনা শুধু এই অবাক ভুবন
বুঝলনা শুধু এই অবাক ভুবন
বুঝলোনা শুধু এই অবাক ভুবন
দুটি হৃদয়ের সেই কখোপকথন
এ রাতের আকাশে নেই কথাও আজ কথা সান্ত্বনার
আগামী ভোরে এ আমাকে দেখবেনা তুমি আর
তবু কপালের এ কালো টিপ দেখবে চেয়ে যখন
ভেবো যত দূরে থাকি করব স্মরণ
ভালোবাসা রয়ে যাবে আগের মতন ।

No comments

Powered by Blogger.