Ghum hoye aaj thakte jodi sathey ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে খুব মন খারাপের কাল কোন রাতে
Ghum hoye aaj thakte jodi sathey
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে
খুব মন খারাপের কাল কোন রাতে
খুব মন খারাপের কাল কোন রাতে
আমার সপ্ন জুরে ভাসতো ঠিকই হাজার তারার সারি
বলতে তুমি তোমায় ছাড়া বাঁচতে কি আর পারি
বলতে তুমি তোমায় ছাড়া বাঁচতে কি আর পারি
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে
খুব মন খারাপের কাল কোন রাতে
কেন ঘুম হতে আর যাবো
কেনো তুমি এমন ভাবো
ঘুম হলে কি তোমায় আমি শত্তি ছুতে পাব
কেনো ঘুম হতে আর যাবো
খুব মন খারাপের কাল কোন রাতে
কেন ঘুম হতে আর যাবো
কেনো তুমি এমন ভাবো
ঘুম হলে কি তোমায় আমি শত্তি ছুতে পাব
কেনো ঘুম হতে আর যাবো
ধরো হটাত যদি
এসে পরি তোমার ঘরে আমি
বলি চলো শুধু দুজনে মিলে
চাঁদের নিল পথে নামি
এসে পরি তোমার ঘরে আমি
বলি চলো শুধু দুজনে মিলে
চাঁদের নিল পথে নামি
তুমি যাবে?
যাবে আমার সাথে?
যাবে আমার সাথে?
No comments